ট্রাফিকের দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের রিফ্লেক্টিভ ভেস্ট-বেল্ট দিল আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল
ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে ৬শ’ রিফ্লেক্টিভ ভেস্ট-বেল্ট বিতরণ করেছেন আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ
সড়ক এবং মহাসড়কের শৃংখলা ফেরাতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে ৬শ’ রিফ্লেক্টিভ ভেস্ট-বেল্ট বিতরণ করেছেন আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (১৪ আগস্ট) হাসপাতাল সূত্রে তথ্য জানা গেছে।
আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সড়ক এবং মহাসড়কের শৃংখলা ফেরাতে অবিরত প্রচেষ্টায় নিয়োজিত ছাত্র-ছাত্রী ভাই বোনেরা। তাদের বীরোচিত কাজে শরীক হতে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ও বাংলাদেশের কিছু স্থপতির পক্ষ থেকে সারা ঢাকা শহরের ৬০টিরও বেশি পয়েন্টে ৬০০টি "রিফ্লেক্টিভ ভেস্ট-বেল্ট” বিতরণ করা হয়েছে।
ছাত্র ছাত্রীদের সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা জানিয়েছে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।