আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ নেবে না পপুলার হাসপাতাল

ডক্টর টিভি রিপোর্ট
2024-08-14 10:41:00
আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ নেবে না পপুলার হাসপাতাল

পপুলার ডয়াগনস্টিক সেন্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফের ঘোষণা দিয়েছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। শুধু ওষুধের খরচ নেবে তারা। সোমবার (১২ আগস্ট) রাতে এই ঘোষণা দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

পপুলার হাসপাতালের নিজস্ব প্যাডে লেখা ঘোষণাপত্রটিতে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আহত রোগীদের সকল প্রকার (মেডিসিন খরচ ব্যতীত) চিকিৎসা খরচ মওকুফ করে দেয়া হলো।

 

হাসপাতালের পরিচালক এএম এসএম শারফুজ্জামান রুবেলের স্বাক্ষরিত ঘোষণাপত্রে আরও লেখা হয়েছে, ঘোষণাটি পপুলার হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীদের ক্ষেত্রে ভর্তির দিন থেকেই কার্যকর হবে।

 

এর আগে, পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূতুড়ে বিল দেয়ার অভিযোগ তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা। এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে পপুলার হাসপাতালের ম্যানেজমেন্টের বৈঠক হয়। পরে সেখানে যায় সেনাবাহিনী। ৩ পক্ষের বৈঠকের পর আসে চিকিৎসা খরচ মওকুফের এই চূড়ান্ত সিদ্ধান্ত।


আরও দেখুন: