সুনামগঞ্জ সদর হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ শিক্ষার্থীদের
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের সেবার মান বাড়াতে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীরা
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের সেবার মান বাড়াতে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীরা। এভাবে বিভিন্ন সরকারি দফতর সংস্কারে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
সোমবার (১২ আগস্ট) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনব্যাপী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় রোগীদের খাবার, ঔষধ, প্যাথলজি, আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা, যন্ত্রপাতিসহ বিভিন্ন বিভাগে তদারকি করে তারা।
এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ছাত্ররা অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন। আমরা সেগুলো ঠিক করবো। কিছু বিষয়ে অন্য দফতরগুলো যুক্ত রয়েছে। তাদেরকে বিষয়টা জানিয়ে সংশোধন করার চেষ্টা করবো। এভাবেই সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে জানান তিনি।