অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

ডক্টর টিভি রিপোর্ট
2024-08-08 21:03:00
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে মোট ১৬ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক নজরে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এর আগে ময়মানসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস সম্পন্ন করেন। মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।

আরও দেখুন: