পদোন্নতির কথা বলে অর্থ দাবি, সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

ডক্টর টিভি রিপোর্ট
2024-08-08 18:35:00
পদোন্নতির কথা বলে অর্থ দাবি, সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির কথা বলে অর্থ দাবি করছে একটি অসাধু চক্র। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের নাম ভাঙ্গিয়ে ও মিথ্যা পরিচয় দিয়ে বদলি/পদোন্নতির বিষয়ে টেলিফোনে বিকাশে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক করা হলো।’ এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও দেখুন: