বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ স্বাচিপের শ্রদ্ধা
ডক্টর টিভি রিপোর্ট
2024-08-03 11:03:00
শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)
শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। বৃহস্পতিবার (১ আগস্ট) শ্রদ্ধা নিবেদনকালে চলমান সংকট থেকে উত্তোরণ ও অশুভ শক্তিকে মোকাবিলা করতে জাতীয় শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বাচিপ নেতারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, আগস্ট শোকের মাস। এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলে কালোব্যাজ ধারণ করছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা সেবা প্রদান, সার্জারি সেবা প্রদানসহ বিস্তারিত কর্মসূচী পালন করা হবে।
জাতীয় এই কর্মসূচিতে সঞ্চালনা করেন স্বাচিপ নেতা ও সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদার টিটো। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।