মেডিকেলের ১৬ শিক্ষককে বদলির আদেশ
ডক্টর টিভি রিপোর্ট
2024-07-31 15:53:00
চিকিৎসকের পদোন্নতি
সারাদেশের সরকারি মেডিকেল কলেজের ১৬ জন শিক্ষককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী, গত রোববার (২৮ জুলাই) আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন বদলিকৃত চিকিৎসকরা। বিধি অনুযায়ী পরবর্তী ৭ কর্ম দিবসের মধ্যে নতুন প্রতিষ্ঠানে তাদের যোগদান করতে হবে। গত ২৪, ২৫ ও ২৮ জুলাই প্রকাশিত প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল শাখার উপ-সচিব দূর-রে-শাহ্ওয়াজ।
বদলির আদেশ পাওয়া ঢাকা মেডিকেল কলেজের ৫ শিক্ষক হলেন-প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিজওয়ানা রহমান খান। গত ২৪ জুলাই এক প্রজ্ঞাপনে তাঁকে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
সাইক্রিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর আহমেদ গিয়াস উদ্দিনকে নেত্রকোনা মেডিকেল কলেজ বদলি করা হয়েছে। তাঁকে কার্ডিওলজি অ্যান্ড সিসিইউ পদের বিপরীতে পদায়নের আদেশ দেয়া হয়েছে। ,
স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম আকনকে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। তাঁকে বায়োকেমিস্ট্রি পদের বিপরীতে পদায়নের আদেশ দেয়া হয়েছে।
ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানাকে বদলি করা হয়েছে নীলফামারী মেডিকেল কলেজে। তাঁকে নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে পদায়নের আদেশ দেয়া হয়েছে।
সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাঈম দেওয়ানকে বদলি করা হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁকে গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি পদের বিপরীতে পদায়নের আদেশ দেয়া হয়েছে।
অন্যদিকে, ঢামেকে বদলি হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. উত্তম কর্মকার। তিনি ইউরোলজি বিভাগের হলেও পদায়ন করা হয়েছে নিউরোট্রমা সার্জারি পদের বিপরীতে।
ঢামেকে আরও বদলি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রশিদুল হক ও কক্সবাজার মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরীফ মুশফেকুর রহমান।
এছাড়াও, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অসীম কুমার সাহাকে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ফিজিওলজি পদে বদলির আদেশ দেয়া হয়েছে। যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. আহসান হাবীবকে বদলি করা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের নিওনেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ন ম নূরুল হককে কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন পদে বদলির আদেশ দেয়া হয়েছে।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ত্রিদ্বীপ কান্তি বর্মনকে ময়মনসিংহ মেডিকেলে ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খন্দকার মো. সোহেল উল্লাহকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বদলির আদেশ দেয়া হয়েছে।
এছাড়া নওগাঁ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. মো. যোবায়ের আল আমীনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ধামাইরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. মো. আমিনুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলার পত্নীতলার মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) পদায়নের আদেশ হয়েছে।