স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্যের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-18 19:35:13
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্যের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও মাধ্যমিক পরিচর্যা বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু স্টিফেনসনের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান  জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার (১৫ মে) হাউস অফ কমন্সে দেশটির স্বাস্থ্য ও মাধ্যমিক পরিচর্যা বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু স্টিফেনসনের সঙ্গে বৈঠকের সময় ডা. সামন্ত লাল সেন এ কথা বলেন।

তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ নার্স এবং মিডওয়াইফ নিয়োগ দিতে ব্রিটিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এবং বিভিন্ন ব্রিটিশ রয়্যাল কলেজের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সরকার এবং রয়্যাল সোসাইটির আয়োজিত 'এন্টিমাইক্রোবিয়াল রেসিস্টেনন্টের প্রতি আন্তর্জাতিক প্রতিক্রিয়া' সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাজ্যে সফর করছেন।


আরও দেখুন: