করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-18 18:58:25
করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১

করোনা ভাইরাসের আণুবীক্ষণিক চিত্র

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটি শনাক্তের পর থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ২৩৪ জনে।

এছাড়াও ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ১ জন মারা গেছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯৫ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মাত্র ১০ দিন পর (১৮ মার্চ) দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম ১ জন মারা যান। 


আরও দেখুন: