মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও বাড়তি মূল্য রাখায় ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-16 16:40:18
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও বাড়তি মূল্য রাখায় ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজধানীর উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় মেডিকাস ডায়াগনস্টিক সেন্টার ও কনসাল্টেশন সেন্টারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সেবার মূল্য বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার দায়ে রাজধানীর উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় মেডিকাস ডায়াগনস্টিক সেন্টার ও কনসাল্টেশন সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৬ মে) অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য ধার্যকৃত মূল্যের অধিক মূল্য রাখার প্রমাণ দেখতে পান ভোক্তার টিম। বিভিন্ন রোগ নির্ণয়ের রিএজেন্ট বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ অবস্থায় প্যাথোলজি ল্যাবের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পান তারা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার এবং ৫৩ ধারায় ১ লাখ টাকাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


আরও দেখুন: