দেশেও পাওয়া গেল অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-13 18:54:06
দেশেও পাওয়া গেল অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা- কোভিশিল্ড নেয়ার পর দেশে সীমিত পরিসরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দেয়া হচ্ছে। টিকা বিশেষজ্ঞরা বলছেন, তথ্য-উপাত্তের ঘাটতিতে সঠিক পরিসংখ্যান আসবে না। আর, এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুক্তভোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগকে এগিয়ে আসার জোর দাবি জানান বিশেষজ্ঞরা।

বাংলাদেশের মানুষকে সাড়ে ৫ কোটির বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ অতি নগণ্য। তারপরেও টিকা গ্রহণকারীদের দেহে দীর্ঘমেয়াদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর বলেন, প্রতিটা ডিভিশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যারা আছেনে, আমরা তাদের সাথে এ নিয়ে আলোচনার চেষ্টা করছি।


টিকা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণে প্রতি ৫০ হাজারে এক জনের এমন উপসর্গ দেখা দিতে পারে। আর, সেগুলো দেখা যাবে টিকা গ্রহণের ৬ সপ্তাহের মধ্যে। পরিসংখ্যান খুঁজতে মাঠ পর্যায়ে আরও মনোযোগী হতে হবে বলছেন তারা।

গ্যাভির সিএসও স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ার ডা. নিজাম উদ্দিন আহমেদ মনে করেন, স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। তাহলে করোনার মতো কোনো অবস্থায় মানিয়ে নেয়া যাবে।

এরই মধ্যে বাংলাদেশে ওই টিকার ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে।


আরও দেখুন: