সরকারি হাসপাতালের প্রধানদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্স 

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-13 17:40:26
সরকারি হাসপাতালের প্রধানদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্স 

স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনা বিষয়ে সারাদেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে জরুরীভিত্তিতে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে হাসপাতালের সার্বিক ব্যাবস্থাপনা বিষয়ে সারাদেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে জরুরীভিত্তিতে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্যের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কনফারেন্সে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দূর্ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। ভিডিও সম্মেলন থেকে হাসপাতাল প্রধানদের জরুরি সেবা, লিফট ও সার্ভিস ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। 


আরও দেখুন: