টেলিভিশন বিতর্কে শেবাচিমের শুভ সূচনা

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-10 20:34:03
টেলিভিশন বিতর্কে শেবাচিমের শুভ সূচনা

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ শুভ সূচনা করলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) দল

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ শুভ সূচনা করলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) দল। শুক্রবার (১০মে) প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দলকে ৩-০ ব্যালটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে শেবাচিমের বিতার্কিকরা। 

বিতর্কের প্রতিপাদ্য ছিল- টেকসই কৃষির জন্য খাদ্যশস্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জরুরী।

বিতর্কটিতে ৩-০ ব্যালটেই শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শেবাচিমের মো. জোনায়ের বিন জাকির সিদ্দিকী।

বিতর্ক দলটিতে অংশগ্রহণকারী তিনজন মূল বিতার্কিক হলেন- মো, জোনায়ের বিন জাকির সিদ্দিকী (এসবি ৫০), আসিফ আহমেদ জামান (এসবি ৫০), সাজিদ রেজোয়ান অয়ন (এসবি ৫১)।

সহযোগী বিতার্কিক হিসেবে ছিলেন- মো. বশিরুদ্দীন (বিডিএস ০৯), শিহাবুজ্জামান (এসবি ৫২), ফারহান ফুয়াদ চৌধুরী (এসবি ৫৪ -যুক্তিখণ্ডন) ও মোহাম্মদ তানজিদ হাসান (বিডিএস ১২)। 

উল্লেখ্য, আগামী জুন মাসের পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশন থেকে বিতর্কটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। 


আরও দেখুন: