বিএসএমএমইউয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

ডক্টর টিভি রিপোর্ট
2024-05-08 13:48:39
বিএসএমএমইউয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের উদ্যোগে সচেতনমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের শিক্ষক, রেসিডেন্ট ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।


আরও দেখুন: