স্বাস্থ্য অধিদপ্তরের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী: জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত
স্বাস্থ্য অধিদপ্তরের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত
স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম অধিদপ্তর হিসেবে আত্মপ্রকাশকৃত স্বাস্থ্য অধিদপ্তরের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) নবনির্মিত স্বাস্থ্য ভবনে দিনব্যপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
এদিন সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ভবনের নবনির্মিত সম্মেলন কক্ষ মেলাঘরের উদ্বোধন ও নামফলক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
অনুষ্ঠানে "স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠার পটভূমিঃ বঙ্গবন্ধুর দর্শন, স্বাস্থ্য অধিদপ্তরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা" নিয়ে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আরসিএইচসিআইবির প্রকল্প পরিচালক (প্রাক্তন সচিব) ডা. মাখদুমা নার্গিস, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২রা মে কলকাতার ৮ নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে প্রতি বছর ২রা মে "স্বাস্থ্য ও কল্যান দিবস" হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।