হার্টের রিংয়ের দাম কমালো ঔষধ প্রশাসন
হার্টের রিং
ইউরোপ ও অন্যান্য দেশ থেকে আমদানি করা হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৩টি হার্টের রিংয়ের দাম কমানোর ঘোষণা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (২ এপ্রিল) অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। দাম কমানোর ফলে কার্ডিয়াক রোগীরা দেশে সুলভ মূল্যে হার্টের রিং পাবেন বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পোল্যান্ডের অ্যালেক্স প্লাস ব্রান্ডের তৈরি হার্টের রিংয়ের দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম ৬০ হাজার টাকা। এই ব্রান্ডের রিংয়ের দাম আগে ছিল ৬২ হাজার ৫০০ টাকা।
জার্মানির করোফ্লেক্স আইএসএআর নিও ব্রান্ডের রিংয়ের দাম ছিল ৭৩ হাজার ১২৫ টাকা। বর্তমান মূল্য ধরা হয়েছে ৫৫ হাজার টাকা।
সুইজারল্যান্ডের ওআরএসআইআরও মিশন ব্রান্ডের রিংয়ের দাম ৮১ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬৮ হাজার টাকা।
এছাড়া ভারতের মেটাফোর ব্রান্ডের রিংয়ের দাম ৪৮ হাজার থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা। পাশাপাশি অন্যান্য দেশে থেকে আমদানি করা রিংয়ের দামও কমানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ঔষধ প্রশাসনের বিজ্ঞপ্তিতে।