বকেয়া ভাতা পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

ডক্টর টিভি ডেস্ক
2024-03-19 21:43:10
বকেয়া ভাতা পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক টিটো মিঞা বলেন, আগামীকাল থেকে দুই একদিনের মাঝে বকেয়া ভাতা পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। মঙ্গলবার (১৯ মার্চ) বিএমএ ভবনে এ সব কথা বলেন

টিটো মিঞা আরও বলেন, আমরা চিকিৎসক পরিবারের সদস্য। তোমরা ভালো সেবা দিবে আমরা সেটাই চাই। তোমাদের দাবি মানে আমাদের দাবি। এখানে কোন রাজনীতি নেই । আমি চাই তোমরা কাজে ফিরে যাও । মানুষের সেবা দিতে থাকো ।আশা করি দুই একদিনের মাঝে বেতন ভাতা পেয়ে যাবে।

উল্লেখ্য, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা গত ৯ মাস যাবৎ কোনো ধরনের ভাতা না পাওয়ায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় আগামী দুই দিনের মধ্যে বকেয়া ভাতা পরিশোধ না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জানা গেছে, বিএমএ ভবনের সমবেত হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এক মাসের সময় চাইলেও তা মানতে আপত্তি জানায় আন্দোলনকারীরা। ‘টাকা নেই ডিউটি নেই’ এমন স্লোগান তুলে ভাতা দিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা।

চিকিৎসকদের অভিযোগ, প্রতিমাসে ২৫ হাজার টাকা করে ছয় মাসে দেড় লাখ টাকা ভাতা দেওয়ার কথা। এর আগে ২০ হাজার করে যখন ভাতা ছিল তখন ছয় মাস পর পর এক লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হত। এ হিসfবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের টাকা জানুয়ারির শুরুতে দেওয়ার কথা। কিন্তু মার্চের অর্ধেক পেরিয়ে গেলেও ভাতা দিতে নানাভাবে তালবাহানা করা হচ্ছে। নিয়মিত যদি ভাতা না পাই তাহলে আমরা কীভাবে চলব, আর পরিবার কীভাবে চলবে?

এ সময় আগামী দুদিনের মধ্যে ভাতা পরিশোধ না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।

এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসাইন বলেন, এফসিপিএস করতে প্রতিদিন বহু রোগী আমাদের দেখতে হয়। চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব, তাই আমরা করব সমস্যা নেই। কিন্তু ভাতাটা আমাদের ঠিকঠাক দিতে হবে।

তিনি বলেন, ছয় মাস পরপর ভাতা দেওয়ার কথা। কিন্তু এবার সেটা ৯ মাস হয়ে গেছে। এটা দিয়েই আমাদের চলতে হয়, পরিবারকে চালাতে হয়। জানুয়ারির শুরুতে ভাতা দেওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে আরও এক মাস সময় লাগবে। আমরা এটি চাই না। দুদিনের মধ্যে না দিতে পারলে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব।

তিনি আরও বলেন, আমরা মানুষের সেবা দিই, কিন্তু আমাদের ভাতা পেতে আন্দোলন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। কর্মকর্তাদের ঈদ আছে, পরিবার আছে। আমাদের কিছু নেই?

বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা ট্রেইনি ডাক্তারদের বলেন, ভাতা প্রদানের বিষয়টির ব্যাপারে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। ভাতার টাকা তিন ভাগে আসে। দুইভাগ চলে এসেছে, বাকিটা পরে আসবে।

তিনি বলেন, বর্তমানে ভাতার যে টাকাটা আছে তা একহাজার জনকে দেওয়া যাবে। সবাইকে দিতে হলে এক মাস সময় দরকার। একইসঙ্গে ভাতার পরিমাণ বাড়ায় তা সমন্বয় করতে সময় লাগছে।


আরও দেখুন: