ট্রেইনি চিকিৎসকদের দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস ঢামেকহা পরিচালকের

ডক্টর টিভি রিপোর্ট
2024-03-18 17:00:22
ট্রেইনি চিকিৎসকদের দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস ঢামেকহা পরিচালকের

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বিগত ৯ মাসের বকেয়া এবং ৬ মাসের বর্ধিত বকেয়া ভাতা পাওয়ার ব্যাপারে যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বিগত ৯ মাসের বকেয়া এবং ৬ মাসের বর্ধিত বকেয়া ভাতা পাওয়ার ব্যাপারে যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা স্মারকলিপি দিতে গেলে এ এ আশ্বাস দেন। 

এ সময় ঢামেকের পরিচালক পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি  ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি আন্দোলনকারী চিকিৎসকদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। ন্যায়সঙ্গত দাবিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস  দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
প্রসঙ্গতঃ অবিলম্বে বকেয়া ভাতা প্রদানের দাবিতে শনিবার (১৬ মার্চ) থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ প্রতিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালক বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি উল্লিখিত ট্রেইনি চিকিৎসকদের দাবিগুলো হলোঃ

১. বিসিপিএস ট্রেইনি ডাক্তারদের বকেয়া ভাতা ৭ দিনের মধ্যে পরিশোধ।

২. প্রাইভেট নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু করা এবং নিয়মিতকরণ।

৩. প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ।

৪. স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, বিএমএ, স্বাচিপ এবং স্বাস্থ্যখাতের উর্ধ্বতন সম্মানিত ব্যক্তিদের প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ২৫ হাজার থেকে আরেক দফা বৃদ্ধিকরণ।


আরও দেখুন: