বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

ডক্টর টিভি রিপোর্ট
2024-03-18 12:16:01
বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

৯ মাসের বকেয়া এবং ৬ মাসের বর্ধিত বকেয়া ভাতা প্রদানের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার (১৬ মার্চ) শুরু হওয়া এ কর্মবিরতি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী ডক্টর টিভিকে এ তথ্য জানান।আন্দোলনের অংশ হিসেবে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ প্রতিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালক বরাবর স্মারকলিপি দেয়া হচ্ছে বলে জানান তারা। 

কর্মসূচি সম্পর্কে আরও বলেন, প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ৯ মাসের ভাতা বকেয়া, সাথে প্রাইভেট প্রতিষ্ঠানের নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বন্ধ এবং প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ৩০ হাজার টাকা পরিশোধের ব্যাপারে বিসিপিএস ও বিএসএমএমইউর সাথে কয়েক দফায় আলোচনার প্রেক্ষিতে কোন সুরাহা না হওয়ায় সকলের মতামতের ভিত্তিতে দেশের সকল প্রাইভেট প্রোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ঘোষণা করা হয়। 

ট্রেইনি চিকিৎসকদের দাবিগুলো:

১. বিসিপিএস ট্রেইনি ডাক্তারদের বকেয়া ভাতা ৭ দিনের মধ্যে পরিশোধ।

২. প্রাইভেট নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু করা এবং নিয়মিতকরণ।

৩. প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ।

৪. স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, বিএমএ, স্বাচিপ এবং স্বাস্থ্যখাতের উর্ধ্বতন সম্মানিত ব্যক্তিদের প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ২৫ হাজার থেকে আরেক দফা বৃদ্ধিকরণ।

 


আরও দেখুন: