কর্ণেল মালেক মেডিকেলের শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ 

ডক্টর টিভি রিপোর্ট
2024-03-16 11:40:34
কর্ণেল মালেক মেডিকেলের শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ 

কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ

মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এমন কার্যকলাপ ও উক্তি অগ্রহণযোগ্য উল্লেখ করে এ ঘটনায় পদক্ষেপ চেয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করেছেন শিক্ষার্থীরা।

আবেদনটি হুবহু তুলে ধরা হলো-

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী। গত কয়েক বছর যাবত এই মেডিকেলের শিক্ষিকা ডা. প্রতিমা রানী বিশ্বাস (সহকারী অধ্যাপক, গাইনী এন্ড অবস্ বিভাগ) ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের দাড়ি, টুপি-পাঞ্জাবী, বোরকা, হিজাব নিয়ে কথা বলতেন; এমনকি একজন শিক্ষার্থীকে নিকাব খুলতে বাধ্য করেন। কিন্তু গত ১৩/০৩/২০২৪ইং তারিখে গাইনী ওয়ার্ডে ক্লাস নেয়ার সময় তিনি রাসূল (সাঃ) কে নিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলেছেন। উনি ওনার এক কারসিনোমা সারভিক্সের পেশেন্ট যে মধ্যবয়স্ক কিন্তু হাসবেন্ড অপেক্ষাকৃত কম বয়স্ক তার কথা বলতে গিয়ে বলেন “ঐ নবি মোহাম্মদ এর মতো আর কি, মোহাম্মদ বিয়ে করেছিল না বিবি মরিয়মকে। ... ও না, মরিয়ম না, খাদিজা। খাদিজা বিয়ে করেছিল সুন্দর ধনাঢ্য যুবক মোহাম্মদকে ... সে রকম আরকি।” কারসিনোমা সারভিক্সের পেশেন্টের হিস্ট্রির সাথে রাসূল (সাঃ) কে মেলানো উদ্দেশ্যমূলক সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। ইসলামে চার বিয়ে নিয়েও কটুক্তি করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশের শিক্ষিকা হিসেবে ক্লাসে ছাত্র-ছাত্রীর ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানে আঘাত হানে। এমন কার্যকলাপ ও উক্তি গ্রহণযোগ্য নয়।

অতএব, বিনীত নিবেদন এই যে, উপরোক্ত আলোচিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইলো।

বিনীত নিবেদক
কর্ণেল মালেক মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ।


আরও দেখুন: