১২ হাজার হৃদরোগ সার্জারি উদযাপন করল ল্যাবএইড

ডক্টর টিভি রিপোর্ট
2024-03-15 11:52:57
১২ হাজার হৃদরোগ সার্জারি উদযাপন করল ল্যাবএইড

হৃদরোগ চিকিৎসায় ১২ হাজার সফল অস্ত্রোপচারের মাইলফলক উদযাপন করেছে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল

হৃদরোগ চিকিৎসায় ১২ হাজার সফল অস্ত্রোপচারের মাইলফলক উদযাপন করেছে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘আমরা ছুঁয়েছি আকাশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান সার্জন ডা. লুৎফর রহমান হৃদরোগ চিকিৎসায় সফলতার কথা শোনান। 

তিনি জানান, কার্ডিয়াক সার্জারি অত্যন্ত সুক্ষ্ম একটি প্রক্রিয়া। সুদক্ষ টিম এবং ব্যবস্থাপনা পরিচালকের নিরবচ্ছিন্ন সহযোগিতায় ১২ হাজার সফল সার্জারি সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বলেন, হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল বিরল কৃতিত্ব রেখেছে। বিদেশে যাওয়ার চেয়ে দেশের ভেতরেই এ রোগের সুচিকিৎসার কারণে রোগীদের ভোগান্তি কমেছে বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে ডা. এ এম শামীম বলেন, বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় গর্ব করে। আর এটি সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এ পর্যায়ে হৃদরোগ চিকিৎসায় সংশ্লিষ্ট সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সফলতা উদযাপন অনুষ্ঠানে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু দেশের কার্ডিয়াক সার্জন ও সেবা মানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সার্জনরা সীমিত খরচ ও সীমিত সংখ্যক চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে যে চিকিৎসাসেবা দেন, সেটা পৃথিবীর অন্য কোন দেশে সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, একটি সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মেডিসিন ও স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সেই কাজটিই করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবীর। তিনি বিশ্বব্যাপী মানবমৃত্যুর একক প্রধান কারণ হিসেবে হৃদরোগের কথা তুলে ধরেন। ১২ হাজার সফল কার্ডিয়াক সার্জারির মাইলফলক অর্জন করায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল এবং ডা. লুৎফর রহমান ও তার টিমকে অভিনন্দন জানান।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ল্যাবএইড হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডা. এ এম শামীম ও ডা. লুৎফর রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, এতে অন্য সব হাসপাতাল ও চিকিৎসক এগিয়ে এলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।

কার্ডিয়াক সার্জন ডা. লোকমান হোসাইন বলেন, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে সার্জারির পর সংক্রমণের হার সর্বনিম্ন। তিনি হাসপাতালের সেবা-সংশ্লিষ্ট সবাকে ধন্যবাদ জানান এবং বিশ্বমানের সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করায় ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ দেশের প্রথিতযশা ব্যক্তিরা।


আরও দেখুন: