সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

ডক্টর টিভি ডেস্ক
2024-03-04 19:31:24
সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রখ্যাত সার্জন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন। সোমবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

জানা গেছে, আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন ডা. শাখাওয়াত। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। গাড়িতে থাকা ডা. শাখাওয়াত গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আনা হয়। বিকেল ৪টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডা. শাখাওয়াতের।


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন ।


আরও দেখুন: