দগ্ধ নারী চিকিৎসকের শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-29 13:05:05
দগ্ধ নারী চিকিৎসকের শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী

প্রাক্তন স্বামীর দেয়া আগুনে মারাত্মক দগ্ধ ডা. লতা আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

প্রাক্তন স্বামীর দেয়া আগুনে মারাত্মক দগ্ধ ডা. লতা আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ডা. লতা আক্তারকে দেখেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়বিদারক ও দুঃখজনক। এমন ঘটনায় আসলে কেউই লাভবান হয় না, শুধু নিজেদেরই ক্ষতি হয়। পেট্রোলে পুড়ে যাওয়া আমাদের এই চিকিৎসক রোগীর প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে সুস্থ করা বেশ কঠিন হয়ে গেছে। তবে, রোগীকে সুস্থ করতে শেষ মুহুর্ত পর্যন্ত সব ধরনের চেষ্টাই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের সাধ্যের শেষ বিন্দু দিয়ে চাই এই রুগী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবীর, শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল সহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নরসিংদী থেকে ডা. লতা আক্তার নামে একজন চিকিৎসক রোগী ভর্তি হন। তাঁর বার্নের পরিমাণ বর্তমানে ৯০%। তার সাবেক স্বামী খলিলুর রহমান রোগীর গায়ে আগুন দিয়েছেন বলে রোগী জানিয়েছেন। রোগীর ডায়িং ডিক্লারেশন নেয়া হয়েছে। রোগী বর্তমানে মেকানিকাল ভেন্টিলেশনে আইসিইউ ১৫ নং বেডে আছেন। তিনি শাহাবুদ্দিন মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেন। উক্ত নারীর গায়ে আগুন দেয়ার পর তার স্বামী নিজের গায়েও আগুন দেয়। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।


আরও দেখুন: