ফিজিক্যাল মেডিসিনের রোড টু ইন্টারন্যাশনাল ফেলোশিপ সেমিনার অনুষ্ঠিত

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-28 14:11:42
ফিজিক্যাল মেডিসিনের রোড টু ইন্টারন্যাশনাল ফেলোশিপ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন (বিসিআর) উদ্যোগে রোড টু ইন্টারন্যাশনাল ফেলোশিপ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন (বিসিআর) উদ্যোগে রোড টু ইন্টারন্যাশনাল ফেলোশিপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিসিআর অডিটোরিয়ামে আয়োজিত Road To International Fellowship in Physical Medicine & Rehabilitation সেমিনারে সভাপতিত্ব করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রুহুল আমিন। 

কনসালটেন্ট ডা. শাহিনা সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা এম.এম জামান ও সরকারি কর্মচারী হাসপাতালের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. মুহিব্বুর রহমান রাফে।‌

এক্সপার্ট প্যানেলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সালেক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তছলিম উদ্দিন, অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. এম এ শাকুর, স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর (এম আই এস) অধ্যাপক শাহাদাত হোসেন রিপন, ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম, মুগদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. এহসান মাহমুদ, কনসালটেন্ট ফিজিয়াট্রিস্ট ডা. একে আজাদ।

BCR-2

পুরো অনুষ্ঠানে অনলাইন ও অফলাইনে প্রায় ৮০ জন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিরা উপস্থিত ছিলেন। সেমিনারে দেশে এবং বিদেশে ফিজিক্যাল মেডিসিনের সম্ভাবনা, বিশেষায়িত বিভিন্ন সেবা ও ট্রেনিং বিষয়ে নানা দিক উত্থাপিত হয়। 

অনুষ্ঠান শেষে বিসিআর লিম্ব কেয়ার সেন্টারের "কমফোর্টি" প্রোডাক্ট ও এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ (ESWT) সেবা উদ্বোধন করা হয়।


আরও দেখুন: