শপথ নিলেন ডা. রোকেয়াসহ সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি
অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা
অধ্যাপক ডা. রোকেয়া সুলতানাসহ সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন (জয়পুরহাট জেলা) থেকে এমপি নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।
ডা. রোকেয়া সুলতানা রংপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্রী। ১৯৭৮ সালে এমবিবিএস পাস করে সরকারি চাকরিতে যোগদান করেন। অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে অবসরে যান তিনি।
শহীদ মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিনের সন্তান ডা. রোকেয়া সুলতানা। তাঁর স্বামী প্রফেসর ডা. আবদুল হামিদ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।