দেশের প্রথম লিভার এণ্ড গ্যাস্ট্রইনটেস্টিনাল আইসিইউ চালু

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-26 12:14:13
দেশের প্রথম লিভার এণ্ড গ্যাস্ট্রইনটেস্টিনাল আইসিইউ চালু

 দেশের প্রথম ‘লিভার এণ্ড গ্যাস্ট্রইনটেস্টিনাল আইসিইউ’ চালু হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে

গ্যাস্ট্রোলিভার, বিলিয়ারি এবং প্যানক্রিয়াসজনিত জটিল রোগীদের চিকিৎসায় দেশের প্রথম ‘লিভার এণ্ড গ্যাস্ট্রইনটেস্টিনাল আইসিইউ’ চালু হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। 

রোববার বিশেষায়িত এই আইসিইউ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বখ্যাত লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. সুভাষ গুপ্তা (চেয়ারম্যান, সেন্টার ফর লিভার ও বিলিয়ারি সায়েন্স, লিভার ট্রান্সপ্লান্ট এণ্ড রোবোটিক সার্জারী, ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল, দিল্লী)।

আরও উপস্থিত ছিলেন বিখ্যাত হেপাটোলজিস্ট প্রফেসর ডা. সেলিমুর রহমান (এক্স চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ), বিখ্যাত হেপাটোবিলিয়ারি সার্জন ডা. নাজমুল হাকীম শাহীন (এসোশিয়েট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ), খ্যাতনামা হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. হাশিম রাব্বি (চিফ কনসালটেন্ট, ইউনাইটেড সেন্টার ফর গ্যাস্ট্রলিভার, বিলিয়ারী এণ্ড প্যানক্রিয়াটিক সায়েন্স, ইউনাইটেড হাসপাতাল), প্রফেসর ডা. মামুন আল মাহতাব (বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ), বাংলাদেশে গ্যাস্ট্রোলিভার চিকিৎসার পথিকৃৎ প্রফেসর ডা. এ কিউ এম মোহসীন (ডিরেক্টর, গ্যাস্ট্রোলিভার সেন্টার, ইউনাইটেড হাসপাতাল), ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর সিইও মোহাম্মদ ফাইজুর রহমান, প্রফেসর ডা. মোহসেন চৌধুরী (বিভাগীয় প্রধান, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও ট্রান্সপ্লান্ট সার্জারী বিভাগ, বিএসএমএমইউ), ডা. মাহবুব উদ্দিন আহমেদ (ডি এম এস, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড)সহ অনেকে। 


আরও দেখুন: