৬ষ্ঠ এলএআই-বিডি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-19 17:37:08
৬ষ্ঠ এলএআই-বিডি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

৬ষ্ঠ এলএআই-বিডি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী কয়েকটি দলের ছবি

আপনার এলডিএল (অপকারী) কোলেস্টেরল ৭০ মিগ্রা/ডে.লি নিচে রাখুন, সুস্থ থাকুন- এই শ্লোগানে চিকিৎসকদের অংশগ্রহনে শেষ হলো ৬ষ্ঠ এলএআই-বিডি (LAI- BD, Lipid Association of India Bangladesh Chapter) ক্রিকেট টুর্নামেন্ট। দুইদিন ব্যাপী টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। এতে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিল সানফার্মা লিমিটেড।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ১০ ওভারের ৬ষ্ঠ এলএআই-বিডি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। পরদিন ১০ ফেব্রুয়ারি একইমাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগাং ভাইকিংস এবং রানারআপ হয়েছে মাইটি ময়মনসিংহ।

Champion

প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাসট্রো-এন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান। তিনি বলেন, সুস্থতার জন্য খেলাধুলা ও ব্যায়ামের কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও ফিটনেস ধরে রাখতে চিকিৎসকসহ সকলকে নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের পরামর্শ দেন। 

Guest

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর রিউমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. শোয়েব মোমিন মজুমদার। এ ধরনের আনন্দ আয়োজন মেডিকেল শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

 ৬ষ্ঠ এলএআই-বিডি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলঃ

ঢাকা সুলতানস. ডাইনামিক দিনাজপুর, রংপুর ফাইটার্স, মাইটি ময়মনসিংহ, সিলেট স্ট্রারস, রাজশাহী ওয়ারিয়র্স, ইবনে সিনা ওয়ারিয়র্স, চিটাগাং ভাইকিংস, ব্রেভারস অফ সাউথ ও কুমিল্লা সানসাইন। 


আরও দেখুন: