না ফেরার দেশে শিশু কিডনী বিশেষজ্ঞ ডা. মুনিরুজ্জামান খান
শিশু কিডনী বিশেষজ্ঞ ডা. মো. মুনিরুজ্জামান খান
খুলনা শিশু হাসপাতালের সাবেক শিশু কিডনী বিশেষজ্ঞ ডা. মো. মুনিরুজ্জামান খান (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৫৪ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খুলনা শিশু ফাউন্ডেশন, বিএমএ ও বিপিএমপি’র আজীবন সদস্য ছিলেন ডা. মো. মুনিরুজ্জামান খান।
তার স্ত্রী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক (গাইনি ও অবস) ডা. তাহমিনা সুলতানা।
ডা. মো. মুনিরুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।
বিবৃতিদাতারা হলেন খুলনা শিশু ফাউন্ডেশনের এডহক কমিটির আহবায়ক বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ফাউন্ডেশনের সদস্য ও কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান ও দাতা সদস্য এসএম আমজাদ হোসেনসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান, উপ-তত্ত্বাবধায়ক ডা. অনুপ কুমার দে, কনসালট্যান্ট ডা. প্রদীপ দেবনাথ, ডা. শাহ্ মুরাদুর রহমান, সাবেক আরএমও ডা. একেএম মোর্শেদুর রহমান, সাবেক আইএমও ডা. মো. নূর-এ আলম সিদ্দিকী তুহিন, আরএমও ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদ, আইএমও ডা. আরিফুল কামাল, প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন রাকিব।
আরও শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনার সভাপতি ডা. বাহারুল আলম, সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সমিতির খুলনা শাখার সভাপতি ডা. মো. কামরুজ্জামান, সহ-সভাপতি শেখ মিজানুল হক ও এন এন বারুরি, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ-আল মাহবুব, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শেখ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. ইসানুল কবির, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মো. বিল্লাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ডা. এস আহসান আহমেদ, দপ্তর সম্পাদক ডা. রানা কুমার বিশ্বাস, সদস্য ডা. হাফিজুর রহমান, ডা. মনোজ কুমার মালাকার ও ডা. কওসার আলী গাজী প্রমুখ।