চমেবি ও সিভাসুর মধ্যে সমঝোতা
শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিভাসুর ভাইস চ্যান্সেলরের কক্ষে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিভাসুর ভাইস চ্যান্সেলরের কক্ষে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খান এবং সিভাসু’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চমেবির পক্ষে উপ-পরিচালক (প্রশাসন অতিরিক্ত দায়িত্ব) ডা. বিদ্যুৎ বড়ুয়া, সহকারি রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন এবং সিভাসু’র পক্ষে পরিচালক গবেষণা ও সম্প্রসারণ অধ্যাপক ড. এসকেএম আজিজুল ইসলাম ও রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম উপস্থিত ছিলেন।