মানসম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-09 13:14:14
মানসম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে মেডিকেল ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

কোয়ালিটি সম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যে কাজ করছেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে মেডিকেল ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সারাদেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে টেলিফোনে কথা বলেছি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, আমি ডাক্তার বানাব সুন্দরভাবে। কোয়ানটিটি নয়, কোয়ালিটি সম্পন্ন ডাক্তার বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মানা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইতোপূর্বে প্রশ্ন ফাঁসে ডাক্তার হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যব্স্থা নেওয়া হচ্ছে। তাদের কোন ছাড় দেওয়া হবে না। 

এ বছর সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৩৭৪। সরকারি মেডিকেলের প্রতি আসনের বিপরীতে ১৯ জন, আর সরকারি মেডিকেলের আসন সংখ্যা ৫৩৮০। আর সরকারি-বেসরকারি মেডিকেলে প্রতি আসনে লড়ছেন ৯ জন শিক্ষার্থী।

 


আরও দেখুন: