ফের হৃদরোগ হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক ডা. মীর জামাল

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-08 22:14:28
ফের হৃদরোগ হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক ডা. মীর জামাল

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন

আরও এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। এ নিয়ে তৃতীয় মেয়াদে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন তিনি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 

গত ১৮ জানুয়ারি অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের প্রথম দফার দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের শেষ কর্মদিবস ছিল। 

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ১৯৮৫ সালে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৯ সালে অষ্টম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে এমডি কার্ডিওলজি কোর্স পাস করেন। ২০১৩ সালে অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান।

২০১৯ সালে নভেম্বরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে। মেয়াদ শেষে ২০২২ সালের ১৯ জানুয়ারি একই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আরও ২ বছরের জন্য নিয়োগ পান। 

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের নেতৃত্বে চিকিৎসা গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে সরকার বঙ্গবন্ধু জনপ্রশাসন ২০২৩ পদক প্রদান করেছে।

পুনরায় পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগ চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের মহাসচিব ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


আরও দেখুন: