স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
দ্বাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
দ্বাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে আট সংসদ সদস্যকে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন ৩ জন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আছেন ৫ জন চিকিৎসক।
কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২)। সদস্য হিসেবে আছেন– সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), অধ্যাপক ডা. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), অধ্যাপক ডা. মো. তৌহিদুজ্জামান, (যশোর-২) ও বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার (কুড়িগ্রাম-২)।
উল্লেখ্য, সরকারের চলতি মেয়াদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীত্ব পেয়েছেন অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।