বিশ্ব ক্যান্সার দিবস আজ

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-04 10:29:27
বিশ্ব ক্যান্সার দিবস আজ

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস

আজ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বজুড়ে প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’।

দিবসটি পালনের উদ্দেশ্য হলো- প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি ক্যান্সার রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নিজামুল হক ডক্টর টিভিকে বলেন, ক্যান্সার মূলতঃ লাইফস্টাইলজনিত রোগ। সঠিক নিয়মে জীবনযাপনের মাধ্যমে ৮০ থেকে ৮৫ ভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দেন তিনি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। 

বিশ্বে এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য রয়েছে।


আরও দেখুন: