কুমেক হাসপাতাল পরিচালকের অবসরজনিত বিদায়

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-31 21:58:35
কুমেক হাসপাতাল পরিচালকের অবসরজনিত বিদায়

অবসরজনিত বিদায় উপলক্ষে সহকর্মীদের ভালবাসায় হলেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী

অবসরজনিত বিদায় উপলক্ষে সহকর্মীদের ভালবাসায় হলেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।


বুধবার (৩১ জানুয়ারি) হাসপাতালের পরিচালকের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিশাত সুলতানা। 


বিদায়ী পরিচালককে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সহকর্মী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তারা ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর অবসর পরবর্তীতে সুস্থতা কামনা করেন। 


উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগদান করেন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এরআগে, ২০২২ সালের ২২ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে  এ পদে নিয়োগ দেয়া হয়। 


ডা. মো. আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন, পরবর্তীতে মেহেরপুর সিভিল সার্জন ও চট্রগ্রামের সিভিল সার্জন ছিলেন পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 


ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার গিলাতলী গ্রামের কৃতি সন্তান। পিতা মো. আনোয়ারুল আজীম সিদ্দিকী ও মাতা কাজী খাদিজা বেগম।


আরও দেখুন: