জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় ইডেন মহিলা কলেজে র‌্যালি ও আলোচনা সভা 

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-30 17:27:06
জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় ইডেন মহিলা কলেজে র‌্যালি ও আলোচনা সভা 

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে ইডেন মহিলা কলেজে ‘জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা’ বিষয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ইডেন মহিলা কলেজ এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগ যৌথভাবে বণার্ঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। 

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত র‌্যালিতে প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগমের নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর মাহফুজা খানম।

ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগম বলেন, ডাব্লিউএইচও জানুয়ারি মাসকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতার মাস হিসেবে ঘোষণা করেছে। আমরা শিক্ষার্থীদের মাঝে এই রোগের ভয়াবহতা এবং প্রতিকারের বার্তা দিতে পেরেছি। সবাই মিলে চেষ্টা করলে এবং সচেতন হলে এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর হার দুটোই কমানো সম্ভব। 

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা বলেন, প্রতিটি নারীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল বিভাগসহ সবাইকে কাজ করতে হবে। জরায়ুমুখের ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে এখন আমরা জানি। আমাদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ তাদের দ্রুত স্ক্রিনিং করতে হবে এবং আক্রান্তদের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অন্য বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। প্রতিবছর গড়ে ১২ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে প্রতিরোধযোগ্য। একটি মাত্র এইচপিভি টিকার মাধ্যমে এই রোগ শতভাগ নির্মূল করা সম্ভব। এই রোগ নির্মূলে গণসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা। 

আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. রওশন আরা বেগম, প্রফেসর ডা. কোহিনুর বেগম, প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. ফেরদৌসী বেগম, ঢাকা কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল প্রফেসর ড. আয়েশা বেগম, ইডেন মহিলা কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য, ইডেন মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর সুফিয়া আক্তার, ইনসেপ্টা গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার (এসএসডি) হোমায়রা ফাতেমা অনন্যাসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরও দেখুন: