আবারও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-28 21:16:22
আবারও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জরিকৃত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর ধারা ১৩ অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরআগে, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।


আরও দেখুন: