রোগ নির্ণয়ে নিউরো সায়েন্স ও ল্যাবরেটরি মেডিসিনের মধ্যে সমঝোতা

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-25 16:55:54
রোগ নির্ণয়ে নিউরো সায়েন্স ও ল্যাবরেটরি মেডিসিনের মধ্যে সমঝোতা

রোগ নির্ণয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের মধ্যে সমঝোতা

এখন থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালের রোগীদের রোগ নির্ণয় করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার। বুধবার (২৪ জানুয়ারি) এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে আয়োজিত সমঝোতায় স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. শাহেদ আলী জিন্নাহ।

এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের উপ-পরিচালক অধ্যাপক ডা. নাজমুন নাহারসহ ভাইরোলজি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রোগ নির্ণয়ের বিরল পরীক্ষাসমূহ সম্পন্ন করার লক্ষ্যে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার। 


আরও দেখুন: