নেত্রকোণায় শীতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া নিউমোনিয়া

অনলাইন ডেস্ক
2024-01-25 13:13:49
নেত্রকোণায় শীতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া নিউমোনিয়া

তীব্র শীতে শিশুরা ভুগছে ডায়রিয়া-নিউমোনিয়ায়

তীব্র শীতের কারণে নেত্রকোণার মদন উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়ার আক্রান্ত শিশুর সংখ্যা। নবজাতক থেকে পাঁচ বছর বয়সী শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে নিউমোনিয়া আক্তান্ত শিশুর সংখ্যা।


গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে।

অভিভাবকরা জানান, তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছে ছোট ছোট ছেলেমেয়ে। হাসপাতাল থেকেই ওষুধপত্র দেওয়া হচ্ছে। তবে মাঝে মধ্যে কিছু ওষুধ ফার্মেসি থেকে কিনতে হয়।


মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নয়ন ঘোষ জানান, তীব্র শীতে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। তবে দু-তিন দিন চিকিৎসা নেওয়ার পর বেশির ভাগ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর জানা নেই তাঁর।


আরও দেখুন: