সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বছর পর অপারেশন
দীর্ঘ ১০ বছর পর অপারেশন থিয়েটারের নবযাত্রা হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
দীর্ঘ ১০ বছর পর অপারেশন থিয়েটারের নবযাত্রা হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ জন্য জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুজয় সাহা।
এ সম্পর্কে ডক্টর টিভিকে তিনি জানান, গত রোববার (২১ জানুয়ারি) সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে একজন মায়ের সিজারিয়ান অস্ত্রোপচার (প্রয়োজনীয়) করা হয়। অপারেশন করেন গাইনি কনসালট্যান্ট ডা. শামিমা খাতুন পলি। তাকে সহযোগিতা করেন ডা. ইনজামামুল হক, ডা. তাজকিরাসহ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।
ডা. সুজয় সাহা বলেন, দীর্ঘ সময় পর প্রথম অস্ত্রোপচার হলেও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নিয়মিত নরমাল ডেলিভারি, গর্ভবতী সেবা সহ প্রয়োজনীয় প্রসব সেবা নিয়মিত দেয়া হতো। তবে অপরারেশন থিয়েটার চালু না থাকায় ঝুঁকিপূর্ণ রোগীদের জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হতো। এখন থেকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের জটিল প্রসূতি রোগীর সেবা নিশ্চিত করা সম্ভব হবে। গাইনী কনসালটেন্ট নিয়োগসহ অপারেশন থিয়েটার চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করায় সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএইচএফপিও ডা. সুজয় সাহা।