আদর্শ শিক্ষক সম্মাননা পেলেন অধ্যাপক ডা. কনক কান্তিসহ ১১ জন

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-25 11:28:12
আদর্শ শিক্ষক সম্মাননা পেলেন অধ্যাপক ডা. কনক কান্তিসহ ১১ জন

আদর্শ শিক্ষক সম্মাননা পেলেন অধ্যাপক ডা. কনক কান্তিসহ ১১ জন

শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়াসহ দেশের ১১ জন গুণী শিক্ষক। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এথিকস ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা দেয়া হয়। শিক্ষকদের হাতে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ স্মারক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

11-Teacher-dtv

সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন-

ছায়ানটের সভাপতি অধ্যাপক ড সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. কনক কান্তি বড়য়া, রাঙ্গামাটির নারায়ন গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মু. নুরল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সঙ্গীত কলেজের শিক্ষক গনেশ সরেন, সিরাজগঞ্জের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমন আরাস্তা শিউলী, বান্দরবানের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।

সনজীদা খাতুন অসুস্থ থাকায় তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অধ্যাপক অনুপম সেনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পিএসসির সদস্য ড. সৈয়দ গোলাম ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীম। উপস্থাপনায় ছিলেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

প্রসঙ্গতঃ ২০০৮ সালে এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান এম ই চৌধুরী শামীম বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তিগণের অংশগ্রহণে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নানামুখী কার্যক্রম পরিচালনার পাশাপাশি নৈতিকতা দিবস পালন করে আসছে।


আরও দেখুন: