ডা. শাখাওয়াতের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-25 10:17:51
ডা. শাখাওয়াতের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

ডা. শাখাওয়াতের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

উদীয়মান প্লাস্টিক সার্জিক্যাল চিকিৎসক ডা. মো. শাখাওয়াত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম বৈঠকে অংশ নিতে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী বুধবার (২৪ জানুয়ারি) রাতে শোকবার্তা দেন।  

শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্লাস্টিক সার্জিক্যাল চিকিৎসায় ডা. মো. শাখাওয়াত হোসেন ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ চিকিৎসক। তার বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। কিন্তু এই বয়সেই তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সব কাজে নিজের নাম সফলদের কাতারে লিখতে পেরেছেন। বেঁচে থাকলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতেন। তার এই অকাল মৃত্যু শুধু প্লাস্টিক সার্জারি পরিবারের জন্য নয়, বরং গোটা চিকিৎসক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান সৃষ্টিকর্তা যেনো মরহুম ডা. শাখাওয়াত হোসেনকে স্বর্গবাসী করেন সেজন্য স্বাস্থ্যমন্ত্রী মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাইভেট চেম্বার করতেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রমাটোলজী, অর্থোপেডিক এন্ড রিহ্যাবিলিটেশন (নিটোর) হাসপাতালে কর্মরত প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত হোসেন। বুধবার (২৪ জানুয়ারি) বিকেল পৌঁনে ৫টায় প্রাইভেট চেম্বারে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। 


আরও দেখুন: