লাকসামে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) পরিচালিত অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এরমধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউনিট ট্রমা এবং জেনারেল হাসপাতালকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা, সিদ্দিক মেডিকেল সেন্টারকে ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা এবং লাকসাম সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালিস্ট ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম এবং স্যানিটারি ইন্সপেক্টর খালেদ মাহমুদ