হাসপাতাল ভাঙচুর করা কাম্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-19 19:43:55
হাসপাতাল ভাঙচুর করা কাম্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁয়ের বারদীতে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, কোনো মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করা কাম্য নয়। কি কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে। শুক্রবার (১৯ জানুয়ারি) সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেঁছে নিয়েছেন। কখনও ভাবিনি মন্ত্রী হব। আমার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাব।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। 

তিনি আরও বলেন, সারা জীবন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ছিলাম এখনও আছি। স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীর স্বজনদেরও মাথায় রাখতে হবে, কোনো মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কি কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। সারা দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।

করোনা ভাইরাস মহামারী সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনও করোনা শেষ হয়ে যায়নি। বৃদ্ধদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে নিয়মিত মাস্ক পরিধান ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন মন্ত্রী। 

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জ্যৈষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ মশিউর রহমান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হকসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরও দেখুন: