চমেবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ বিষয়ক প্রশিক্ষণ
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম এর উপস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট মো.আলাউদ্দিন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন, অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক শামীম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপ পরিচালক ডা.বিদ্যুৎ বড়ুয়া, উপ-রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, নির্বাহী প্রকৌশলী জনাব ফরহাদ রশীদসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।