মন্ত্রীত্ব নেয়ায় বেক্সিমকো ফার্মা থেকে পদত্যাগ করলেন পাপন
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রী শপথ নেয়ায় সংবিধান অনুযায়ী তাকে এই পদ ছাড়তে হলো।
রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে কিশোরগঞ্জ-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন নাজমুল হাসান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোন ধরনের লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল থাকবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় অংশ নিতে পারবেন না।