অধ্যাপক ডা. আব্দুস সোবহানের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-12 16:29:43
অধ্যাপক ডা. আব্দুস সোবহানের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত মনোরোগ বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুস সোবহান স্মরণে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত মনোরোগ বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুস সোবহান স্মরণে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত শোকসভায় বাংলাদেশের প্রখ্যাত সাইকিয়াট্রিস্টরা অংশ নেন। তারা অধ্যাপক ডা. আব্দুস সোবহানের বর্ণিল কর্মময় জীবন থেকে স্মৃতিচারণ করেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।

BAP-Dr Sobhan

শোকসভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. মো. শাহ আলম, অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. অভ্র দাস ভৌমিক, অধ্যাপক ডা. এম এ হামিদ, অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব।

কর্মজীবনে অধ্যাপক ডা. আব্দুস সোবহান ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের প্রাক্তন সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক।

অধ্যাপক ডা. আব্দুস সোবহান ১৯৪৯ সালে সিরাজগঞ্জের কুড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০১০ সালে সরকারি চাকুরি থেকে অবসরগ্রহণ করেন এই কৃতি মনোরোগ বিশেষজ্ঞ।


আরও দেখুন: