ট্রেনে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: ডা. সামন্ত লাল সেন

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-06 13:36:13
ট্রেনে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক: ডা. সামন্ত লাল সেন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বর্তমানে তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। 

শনিবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন আরও জানান, দগ্ধদের মধ্যে আসিফ মোহাম্মদ খান নামে একজনের শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই পর্যবেক্ষণে রাখার কথা জানান তিনি। 

উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হন। দগ্ধ ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 


আরও দেখুন: