মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহানের জন্য দোয়া প্রার্থনা
লাং এবং কিডনি ফেইলিওর হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান
মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহানের দ্রুত রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) জেনারেল সেক্রেটারি ডা. তারিকুল আলম সুমন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে বার্তা দেন এই চিকিৎসক নেতা।
উল্লেখ্য, লাং এবং কিডনি ফেইলিওর হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান। কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের প্রাক্তন সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক।