দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নর্থ-ইস্ট মেডিকেলের ছাত্র-শিক্ষক
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অর্থায়নে কম্বল এবং শীতের কাপড় বিতরণ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই শ্লোগানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অর্থায়নে কম্বল এবং শীতের কাপড় বিতরণ করা হয়েছে।
নতুন বছরের শুরুতে প্রতিবারের ন্যায় এবারো সমাজের অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করেন তারা।
প্রতিবছর ‘জীবন’ ৩ ধাপে শীতের কাপড় বিতরণ করে থাকে। প্রথম ধাপে মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের, ২য় ধাপে রাতের বেলা শহরে কিংবা শহরের আশে পাশের ভাসমান শীতার্ত মানুষদের এবং ৩য় ধাপে সিলেটের কিছু এতিমখানা/এলাকায় শীতবস্ত্র বিতরণ করে থাকে সংগঠনটি।
বুধবার (৩ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল খালিক বড় ভূইয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, অবস ও গাইনী বিভাগের অধ্যাপক ডা. ফরহাত মহল, ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, ডিরেক্টর পাবলিক রিলেশন মো. আবু আহমেদ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো. ফাহমিদুর রহমানসহ জীবনের দায়িত্বশীল নেতারা।