বিএসএমএমইউর নারী রেসিডেন্ট চিকিৎসকদের সিট বরাদ্দ

ডক্টর টিভি রিপোর্ট
2024-01-03 16:03:16
বিএসএমএমইউর নারী রেসিডেন্ট চিকিৎসকদের সিট বরাদ্দ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকে অবস্থিত ডক্টর হোস্টেলে লটারীর মাধ্যমে নারী রেসিডেন্ট শিক্ষার্থীদের (চিকিৎসকদের) হলে সিট বরাদ্দ সম্পন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকে অবস্থিত ডক্টর হোস্টেলে লটারীর মাধ্যমে নারী রেসিডেন্ট শিক্ষার্থীদের (চিকিৎসকদের) হলে সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার দুপুরে (৩ জানুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

২০১৬ সালের পর এই প্রথম নিয়মতান্ত্রিকভাবে বিএসএমএমইউয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত রেসিডেন্ট চিকিৎসকদের মাঝে লটারীর মাধ্যমে হলের সিট বরাদ্দ দেয়া হল।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রশাসন নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। হলে ছাত্রীদের সিট বরাদ্দও লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা এর যথাযথ ব্যবহার করে তাদের পড়াশোনা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

ভিসি আরও বলেন, রেসিডেন্ট চিকিৎসকরা উচ্চ শিক্ষিত হয়ে দেশের মানুষের সেবা করবেন। আমরা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করব। এ ব্যাপারে চেষ্টা চলমান রয়েছে।

সিট বরাদ্দের লটারীর সময় বিশ্ববিদ্যালয়ের হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র দেবনাথসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।


আরও দেখুন: